ক্রমিক নং | সেবার ধর | প্রতিশ্রুত সেবা প্রদানর সময়সীমা | সেবার নির্ধারিত মূল্য | সেবা প্রদানের প্রদ্ধতি |
০১ | ভূমি ইউনিয়ন কর আদায় | তাৎক্ষনিক | ৮.২৫ একরের (২৫ বিঘা) কম কৃষি জমির মওকুফ দাখিলা বাবদ ১০.০০ টাকা। ৮.২৫ একরের (২৫ বিঘার) উধ্বে কৃষি জমি প্রতি শতাংশ ২.০০ টাকা। আবাসিক ভূমি প্রতি শতাংশ ১৫.০০ টাকা আবাসিক ভূমি প্রতি শতাংশ ১০.০০ টাকা। বানিজ্যিক র্স্থাপনা প্রতি শতাংশ ৪০.০০ টাকা। | ভুমি উন্নয়ন কর অধ্যাদেশ১৯৭৬ এবং তৎপরবতীতে সংশোধন অনুযায়ী নির্ধারিত হারে ভূমি উন্নয়ন কর খাজনা আদায় করে তাৎক্ষনিক দাখিলা প্রদান করা হয়। |
০২ | নামজারী জমা ভাগ ও জমা একত্রিকরণ (উত্তরাধিকার ও ভূমি হস্তান্তর সূত্রে | ৪৫ কর্ম দিবস | আবেদনের জন্য কোট ফি ২০.০০ টাকা নোচিশ জারি ফি ৫০.০০ টাকা রেকর্ড সংশোধন ফি ১০০০.০০ টাকা প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ ১০০.০০ টাকা। | নামজারী নামজারী জমাভাগ ও জমা একত্রিকরণের আবেদন নির্ধারিত ফরমে উপজেলা ভূমি অফেোস দাখিল করতে হবে। উপজেলা ভূমি অফিসে গৃহীত আবেদন সমূহ সহকারী কমিশনার (ভুমি) মহোদয় কর্তৃক তদন্তের জন্য অত্রাফিসে প্রেরণ করা হলে সরজমিনে তদন্ত পূর্বক প্রস্তাবসহ বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হয় এবং প্রস্তাব অনুমোদিন হলে নুতন জোত সৃজন ও সংশ্লিষ্ট রেকর্ড সংশোধন করা হয়। |
০৩ | পেরিফেরিভুক্ত হাট বাজারের খাস জমি অস্থায়ী ভিত্তিতে একসান বন্দোবস্ত | ০৭ কর্মদিবস | উপজেলা ভূমি অফিস থেকে প্রেরিত একসনা বন্দোবস্ত প্রদান ও নবায়নের আবেদনের বিষয়ে সরেজমিনে তদন্তক্রমে মতামতসহ (প্রযোজ্য ক্ষেত্রে স্ক্যাচম্যাপ, জমাবন্দিসহ) প্রতিবেদন প্রেরণ ক্ষেত্রে স্ক্যাচম্যাপ জমাবন্দিসহ) প্রতিবেদন প্রেরণ করা হয়। | |
০৪ | ক’ তফসিলভুক্ত লীজকৃত অর্পিত সম্পত্তির একসনা লীজ নবায়ন | ০৭ কর্মদিবস | উপজেলা ভুমি অফিস থেকে প্রেরিত লীজ নবায়নের আবেদনের বিষয়ৈ সরেজমিনে তদন্তক্রমে মতামতসহ প্রতিবেদন প্রেরণ করা হবে। | |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস