Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৬ অক্টোবর হইতে ১০ অক্টোবর পর্যন্ত বিদেশগমনচ্ছুকদের নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধন করার জন্য অফিসে যোগাযোগ করুন ও ফরম সংগ্রহ করুন।
Details

স্বল্প মূল্যে বিদেশে কর্মী নিয়োগের জন্য নিবন্ধন কার্যাক্রম শুরু করেছে। তাই সকলকে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো।

যাহা প্রয়োজন ঃ

০১। পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্র (যদি থাকে) অথবা জন্ম নিবন্ধন।

০২। শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞাতার সনদ (যদি থাকে)।

০৩। নমিনীর নাম ঠিকানা ও মোবাইল নম্বর।

০৪। বিশ্বস্থ ৩জন ব্যক্তি নাম ঠিকানা ও মোবাইল নম্বর।

০৫। দেশ/বিদেশে কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।

০৬। চার্জ ২৫০/- টাকা।

 

প্রার্থীদের যোগ্যতা  ঃ

০১। প্রাথীকে বাংলাদেশী নাগরিক হতে হবে।

০২। শুধু নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। অন্যান্য পেশঅর ক্ষেত্রে মহিলা প্রার্থীদের বয়সসীমা-১৮-৪৫ বছর।

০৩। যেকোন দেশের জন্য এই রেজিষ্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রাথী তার পছন্দের পেশায় সর্বাধিক ০৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।

০৪। যাদের কোন দক্ষতা নেই তাহারা সাধারণ কর্মী হিসাবে আবেদন করতে পারবেন।

Attachments