০১। বাসারা বাজার টি স্বাধীনতার পূর্ব অবস্থিত। উক্ত বাজারটিতে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। স্কুল, মাদ্রাসাসহ উক্ত বাজারটি অত্যান্ত জনবহুল বাজার।
০২। মনতলা বাজার অত্র ইউনিয়নের একটি সুনাধন্য বাজার। উক্ত বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সহিত ব্যবসায়ী গণ ব্যবসা পরিচালনা করিয়া আসছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে এলাকার সকল কৃষণগণ কৃষি পন্য বাজারে নিয়ে বিক্রি করে আসছে।
০৩। লক্ষীপুর চৌরাস্তা আদশ বাজার এটি একটি নতুন বাজার। সপ্তাহে দুইটি উক্ত বাজার মিলিত হয়। এলাকার ক্ষুদ্রা ব্যবসায়ী অত্র বাজারে দেশীয় সাক-শবজি বিক্রয় করে থাকেন।
০৪। লক্ষীপুর আনন্দ বাজার গ্রামের বাজার, এটিতে কৃষকগণ দেশীয় সাক-সবজি বিক্রয় করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS