=======জাতীয় পরিচয়পত্র (আইডি কাড ) বিতরণ========
ভোটার তালিকা হালনাগাদ কাযক্রম-২০১২ প্রস্ততকৃত জাতীয় পরিচয়পত্র গ্রহন প্রসঙ্গে ।
এতদ্বারা ৩নং সুবিদপুর (পুর্ব) ইউনিয়নের জন সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভোটার তালিকা হালনাগাদ কাযক্রম-২০১২ প্রস্ততকৃত জাতীয় পরিচয়পত্র (আইডি কাড) আগামী 23-12-2013 ইং হইতে 30-12-2013 ইং পযন্ত তথ্য সহরবরাহকারী গণের মাধ্যমে নিজ নিজ গ্রামে বাড়ী বাড়ী বিতরণ করা হইবে।
প্রয়োজনীয় নীতিমালাঃ-
ক) জাতীয় পরিচয়পত্র (আইডি কাড ) সশ্লিষ্ট্য বিতরণকারীর নিকট মূল প্রাপ্তি রশিদ জমা দিয়ে জাতীয় পরিচয়পত্র (আইডি কাড ) সরবরাহ করতে হবে।
খ) প্রাপকের অনুপস্থিতে তার মা/বাবা/ভাই/বোন/ স্বামী/স্ত্রী মূল প্রাপ্তি রশিদ জমা দিয়ে জাতীয় পরিচয়পত্র (আইডি কাড ) করতে পারবে। সে ক্ষেত্রে প্রাপ্তি স্বাক্ষর স্থানে সর্ম্পক উল্লেখ্য করে স্বাক্ষর প্রদান করতে হবে।
অতত্রব উল্লেখিত সময়ে জাতীয় পরিচয়পত্র (আইডি কাড ) সরবরাহ করার জন্য সবাই অনুরোধ করা গেল।
সুমন আচার্য্য
তথ্য ও সেবা কেন্দ্র
৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন
ফরিদগঞ্জ, চাঁদপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS