আবদুল হক মিয়াজী সফল চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক লাভ করেন কাজী নজরুল ইসলাম শিক্ষা ও গবেষনা ইনিষ্ট্রিট থেকে। তিনি অত্র ইউনিয়নে সততা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ০৯ বছর চেয়ারম্যানের পর আবারও নতুন করে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমান সময়ে নির্বাচিত হয়েও তিনি তাহার সততা, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তাহার সফলতা অর্জন করে যাওয়া কাজী নজরুল ইসলাম শিক্ষা ও গবেশনা ইনিষ্টি্ট সারা দেশে ০৩ জন সফল চেয়ারম্যানকে স্বর্ণ পদক প্রদান করেন। যাহার মধ্যে সুভাগ্যবান জনাব আবদুল হক মিয়াজী একজন। যাহা অত্র ইউনিয়নের গৌরব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS